কলমাকান্দায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ বিষয়ক অবহিতকরণ সভা
মো. ফখরুল আলম খসরু মো. ফখরুল আলম খসরু
বিশেষ প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুনের সভাপতিত্বে ও মাহফুজুল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মৌসুমী করিম মৌরি, ডা. ইকরামুল হক, ডা. সোহরাব হোসেন ও প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু।
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এন্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোধী ঔষধের সতর্ক ব্যবহার প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত, অপর্যাপ্ত ও অযৌক্তিক এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু উদ্ভব হচ্ছে। যা এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক মহামারী সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই সভায় বক্তাগণ বক্তব্য রাখেন।