সোনালী ব্যাংকের কলমাকান্দা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন
মো. ফখরুল আলম খসরু মো. ফখরুল আলম খসরু
বিশেষ প্রতিনিধি

সোনালী ব্যাংক লিমিটেড নেত্রকোনার কলমাকান্দা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ইউএনও সোহেল রানা, এজিএম রাসমোহন সাহা, ম্যানেজার দেবাশীষ কুমার দাস, ওসি এটিএম মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগের সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।