
নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাশিদ তালুকদার (৬৫) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার (০৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টায় হিরনপুরের নিজ বাসভবন মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার সিকাল ৭টার দিকে গ্যাসে চাপ দেওয়ার পরে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা বিকাল ৩টায় হিরণপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।