বুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

কলমাকান্দায় নারীদের জন্য সোনালী ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদক
সাদ্দাম হোসেন
ফেব্রুয়ারি ৩, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা): সোনালী ব্যাংক নেত্রকোণার কলমাকান্দা শাখার ব্যবস্থাপক দেবাশীষ কুমার দাশ তার নিজ উদ্যোগে সহজে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নারীদের জন্য পৃথক কাউন্টার চালু করেছেন। আর ওই কাউন্টারের কাঁচে সাঁটানো রয়েছে শুধু নারীদের জন্য। নারীরা সেবা নিতে গিয়ে এই ব্যতিক্রমধর্মী লেখাটি দেখে ব্যবস্থাপক দেবাশীষ কুমার দাশের প্রশংসা করেছেন। তার এই উদ্যোগকে স্থানীয় লোকজনের পাশাপাশি সমাজের বিশিষ্টজনেরাও তাকে সাধুবাদ জানিয়েছে।

বুধবার সকালে সোনালী ব্যাংক কলমাকান্দা শাখায় গিয়ে দেখা যায়, অন্যান্য কাউন্টারের পাশাপাশি নারীদের জন্যও একটি কাউন্টার রয়েছে। আর ওই কাউন্টারটির লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন পাঁচ থেকে সাত জন নারী।

এ সময় সেবা নিতে আসা কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী তালুকদার বলেন, এই প্রথম নারীদের জন্যে একটি কাউন্টার খোলা হয়েছে। এতে করে ব্যাংকের সেবাগ্রহীতা নারীদের সুবিধা হয়েছে।

কলমাকান্দা সোনালী ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবাশীষ কুমার দাশ ২০২০ সালের ২৯ জানুয়ারি সোনালী ব্যাংক কলমাকান্দা শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সোনালী ব্যাংককে একটি প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার বিভিন্ন পদক্ষেপের ফলে নানা শ্রেণি-পেশার মানুষের ব্যাংকিং সেবাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। আর সম্প্রতি তিনি দীর্ঘদিনের পুরোনো ভবনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় পরিবর্তন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ব্যাংকিং কার্যক্রম স্থানান্তর করেছেন।

কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আফরোজা বেগম বলেন, বর্তমান সোনালী ব্যাংকের ম্যানেজার দেবাশীষ চন্দ্র দাশ তার নিজ উদ্যোগে ব্যাংকে নারীদের জন্য একটি সংরক্ষিত কাউন্টার চালু করে তিনি সকল নারীদের সম্মানিত করেছেন। ওই নারী ভাইস চেয়ারম্যান সকল নারীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে দাবি জানান, প্রতিটি ব্যাংকেই যাতে নারীদের জন্য এরকম একটি কাউন্টার চালু করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক কলমাকান্দা শাখার ব্যবস্থাপক দেবাশীষ কুমার দাশ বলেন, এই শাখায় দায়িত্ব নেয়ার পর থেকেই দেখছি, এই শাখাটি অন্যান্য শাখার তুলনায় খুবই ব্যস্ত। তাই গ্রাহকদের সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় ভালো মানের একটি বিল্ডিংয়ে ব্যাংকের শাখা স্থানান্তর করেছি। আর নারীদের ব্যাংকিং সেবা নির্বিঘ্ন করতে আলাদা কাউন্টারও চালু করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা