দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলতে মুরগীর খামার করে দিলো ভিবিডি-ময়মনসিংহ জেলা ও এইচ.পি.পি.বি বাংলাদেশ।
স্বাবলম্বী নামের এই প্রোজেক্ট এর দ্বিতীয় পর্বের আওতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া গ্রাম এ সুলেমা খাতুন নামের একজন মহিলা যিনি মানুষের বাসায় কাজ করে জীবনযাপন করেন, আজকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু এর সার্বিক সহযোগিতা এবং ময়মনসিংহ জেলা বি.এম.এ এর সভাপতি ডা. মতিউর রহমা ভুঁইয়া এর বিশেষ কৃতজ্ঞতায় তাকে ১০০ পোল্ট্রী মুরগীর বাচ্চা ও তার সাথে খামার তৈরী করে ভিবিডি-ময়মনসিংহ জেলা ও এইচ.পি.পি.বি বাংলাদেশ এর পক্ষ থেকে হস্তান্তর করা হয় যাতে তিনি নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি নিয়ামুল কবীর সজল, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার সাবেক মোহতামিম আল্লামা আইনুদ্দিন সাহেব দাঃবাঃ,এইচ পি পি বির উপদেষ্টা আলহাজ্ব খলিল আহমেদ,সোনালী ব্যাংক শম্ভুগঞ্জ শাখার ব্যবস্থাপক তুহিন তালুকদার, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল মোজাহিদ সরকার,বালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দীন তালুকদার, দৈনিক জাগরণের জেলা প্রতিনিধি এনামুল হক,দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক রমজান খান, এইচপিপিবির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আব্দুল ওয়ারেছ (বাবু), ভিবিডি ময়মনসিংহ জেলার সভাপতি আকিব মোস্তফা হিমেলসহ সংগঠনের অন্যান্য বোর্ড মেম্বার, কমিটি মেম্বার এবং জেনারেল মেম্বার প্রমুখ।
এই প্রোজেক্ট এর লক্ষ্য সেই মানুষের দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক উন্নয়ন। এই সহযোগিতা পেয়ে সুলেমা খাতুন অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানিয়েছে এর সাথে সংস্লিষ্ট সকলকেই।
ভিবিডি-ময়মনসিংহ জেলার পক্ষ থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠন ও সংস্থা দুটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।