স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম (সুজন) টিকা গ্রহনের মাধ্যমে প্রথম ধাপে ১০ জনের নামের তালিকা প্রস্তুত করে তাদের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।
প্রথম ধাপে কোভিড-১৯ টিকা প্রাপ্তরা হলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার, ডা. আজহারুল ইসলাম, মতিউর রহমান খান পাঠান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, নিরঞ্জন কুমার ভাদুড়ী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সিনিয়র সদস্য শফিকুল আলম শাহীন, জুলফিকার আলী শাহীন প্রমুখ।