মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা): নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মিলনায়তনে বৃহস্পতিবার কেয়ার বাংলাদেশ (জিএসকে) সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ-এর কারিগরি সহায়তা প্রাপ্ত প্রাইভেট দক্ষ স্বাস্থ্য সেবা কর্মীদের সু-সেবা নেটওয়ার্ক কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে কেয়ার বাংলাদেশ জিএসকে প্রকল্পের সমন্বয়কারী জসীম উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী ও কমিটির উপদেষ্টা মো. ফখরুল আলম খসরু, উপদেষ্টা সাইফুল ইসলাম মন্ডল, সাংবাদিক প্রান্ত সাহা বিভাস ও কৃষ্ণধন চক্রবর্তী। নব-গঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির প্রধান উপদেষ্টা মো. সোহেল রানা।