স্টাফ রিপোর্টার: নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদয় নামের এক শ্রমিকের হাতে ধরা পড়ল একটি চিতা বাঘের শাবক। উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে একটি ফিসারি থেকে চিতা বাঘের শাবকটি আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই শাবকটি উদ্ধার করা হয়েছে ও এটি সুস্থ আছে কিনা তা দেখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে এটি অবমুক্ত করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) গোপাল চন্দ্র সরকার জানান, আমাদের পক্ষ থেকে বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা আসলেই চিতা শাবকটিকে তাদের হাতে হস্তান্তর করা হবে।