নেত্রকোণার পূর্বধলায় লালন সাধক সম্রাট মো. খলিলুর রহমান (যাদু চাঁদ) এর জন্মদিন পালন উপলক্ষে পূর্বধলা লালন প্রেমির উদ্যোগে পহেলা ফাল্গুন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারের বটতলায় বাউলিয়া গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই যাদ চাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মো. মোসলেহ উদ্দিন শামীম ওরফে লীন চাঁদ সাঁইজির সভাপতিত্বে উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আঃ কাদিরের উপস্থাপনায় গান পরিবেশন করেন, রোপন, মতিউর রহমান ধনু, মোস্তাক আহমেদ খান, জিন্নত আলী ফকির, শিশু শিল্পী পরশ মনি প্রমুখ। যাদু চাঁদ এর জন্মদিনে লালনপন্থী ও অতিথিদের তবারকের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য পূর্বধলা লালনপ্রেমীরা ১৬ বছর ধরে এই সাধকের জন্মদিন পালন করে আসছেন।