আজ মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা। সকাল থেকে নেত্রকোণা জেলার মন্ডপে ও বাসাবাড়িতে চলছে বিদ্যা,বুদ্ধি,জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর পূজা অর্চনা। সকাল সকাল উপোস থেকে পুরোহিতের অঞ্জলীর মন্ত্রে কন্ঠে মিলিয়ে দেবীর চরণে পুস্পাঞ্জলি দিয়ে ভক্তরা প্রার্থনা করে। আর সরস্বতী দেবীর আর্শিবাদ নিয়ে অনেক শিশুর হাতে খড়ি দিয়ে বিদ্যা চচার্র সুচনা এই দিনে।
তবে করোনা দূর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর নেত্রকোণার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়নি। বাসাবাড়িতে একদিনের পূজা শেষ হলেও বিভিন্ন পাড়া মহল্লার মন্ডপগুলোতে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, আরতিসহ সাংস্কৃতিক অনুষ্টান চলবে বৃহস্পতিবার পর্যন্ত । শান্তি পূর্ন পরিবেশে পুজা উদযাপনে লক্ষে নিরাপত্তার জোরদার করছে নেত্রকোণা জেলা পুলিশ।