শাহ আব্দুল বারেক ছোটনকে আহ্বায়ক ও তরিকুল ইসলাম পলাশকে সদস্য সচিবকরে ৩১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগের সভাপতি মো. সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন হয়। আগামী ২২ মার্চ ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য সম্মেলন প্রস্তুত কমিটিকে নির্দেশ দিয়েছেন জেলা কমিটি।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ বলেন, ‘আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞা জানাই।
আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলনের পরিবেশ তৈরি করে ২২ মার্চ যথাযথভাবে সম্মেলন করতে পারবো।’