রবিবার , ৭ মার্চ ২০২১ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

সড়ক দুর্ঘটনায় দুর্গাপুরের সাংবাদিকসহ দুইজন নিহত

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাব এর সদস্য দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বিজন কৃষ্ণ রায় ও কাচারী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম শনিবার বিকেলে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে দুর্গাপুরে বাড়ী ফেরার পথে গাছতলা নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উভয়ব্যাক্তিই নিহত হন।

পরবর্তীতে স্থানীয় ও নিহত সদস্যদের পরিবারের লোকজন আইনী প্রক্রিয়া শেষে সাংবাদিক বিজন কৃষ্ণ রায়ের লাশ প্রথমে দুর্গাপুর প্রেসক্লাবে নিয়ে আসলে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানোর পর নিহতের মরদেহ তার গ্রামের বাড়ী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে গভীর রাতে অন্তেুষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। তার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব তিনদিনের শোক, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন কর্মসূচী গ্রহন করেছে।

অপরদিকে রবিবার সকাল এগারটায় স্থানীয় ঈদগাহ্ মাঠে হাজার হাজার মুসুল্লীদের উপস্থিতিতে কাচারী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম এর জানাযা শেষে পৌর গোরস্থানে মাওলানা আবু তাহের সাহেবের কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

উভয়ের অকাল মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার,স্থানীয় প্রেসক্লাব, জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ - খেলাধুলা