নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি এবং কেয়ার বাংলাদেশ কলমাকান্দা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক নারী দিবস আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানার সভাপতিত্বে ও শান্তি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু। আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুন, মহিলা পরিষদের সভাপতি রওশনারা পারভীন নওরোজ, নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা, সু-সেবা নেটওয়ার্কের উদ্যোক্তা মাহমুদা আক্তার, পিংকী আক্তার ও রোকসানা।