বুধবার , ১০ মার্চ ২০২১ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
মার্চ ১০, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর): ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান বলেন,আমরা ভাঙ্গা উপজেলাকে সারাদেশের উন্নয়নের রোল মডেল বানাব।সামনে পৌরসভা নির্বাচন সবাইকে আইনশৃঙ্খলার দিকে নজর দিতে হবে।সবাই মিলেমিশে কাজ করতে হবে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, আমি আপনাদের মাঝে নতুন,সরকার আমাকে ভাঙ্গা পাঠিয়েছে জনগনের সেবা করার জন্য,আইন শৃংখলা ঠিক রাখার জন্য। আমি চেস্টা করব আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে।আমাকে আপনারা সাহায্য করবেন যাতে করে ভালভাবে কাজ করতে পারি। সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ আল-আমিন সভা সঞ্চালনা করেন।

আর উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার তদন্ত ওসি বিকাশ মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আসলাম, মৎস কর্মকর্তা দেবলা চক্রবর্তী, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিটু মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান বাবু পরিমল চন্দ্র, সহ সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন,আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - সারাদেশ