নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর (নেত্রকোণা): নেত্রকোনার দুর্গাপুরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দিনব্যপি নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রত্যুষে ৩১বার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ, কেক কাটা ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, এএসপি সার্কেল মাহমুদা শারমীন নেলী, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা
আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, ওসি শাহনুর এ আলম,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার, সাবেক পৌর মেয়র জয়নাল আবেদীন, উপজেলা
আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, মো. আলী আজগর, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।