নেত্রকোণার পূর্বধলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ছাত্রছাত্রীদের সচেতন করতে আজ বুধবার (২৪ মার্চ) শালথী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক ফরিদ আহমদ তালুকদারের নির্দেশনায় মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সহকারী শিক্ষক আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শোয়ায়েব উদ্দিন পাঠান,শামসুজ্জামান (রিপন), আব্দুল মোমেন, মাহবুবুল হক, আল মামুনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। উপস্থিত অভিভাবকদের মাঝেও এইসময় মাস্ক বিতরণ করেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
স্কুল কতৃপক্ষ ছাত্রছাত্রীদেররকে স্বাস্থ্য বিধি মেনে স্কুলের এস্যাইনমেন্ট জমা দেয়ার নির্দেশ দেন এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।