কলমাকান্দায় নাজিরপুর এপি’র করোনা সহায়তা বিতরণ
মো. ফখরুল আলম খসরু মো. ফখরুল আলম খসরু
কলমাকান্দা, নেত্রকোণা

নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্প্রতিবার নাজিরপুর এপি’র মিলনায়তনে ২৩0 জন হত-দরিদ্র পরিবারের মাঝে প্রতি পরিবারে ৩০০০/- টাকা করোনা সহায়তা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপি’ ম্যানেজার পরিতোস রেমা, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, শিক্ষক আজিজুর রহমান আকন্দ ও নাছিমা আক্তার। মোবাইল মানি ট্রান্সপারের মাধ্যমে উক্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।