নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্প্রতিবার রাতে ঝড় ও নজিরবিহীন শিলাবৃষ্টিতে কলমাকান্দার
কৈলাটি, বড়খাপন ও পোগলা ইউনিয়নে উঠতি ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পোগলা ইউনিয়নের মান্দাউড়া, বোয়ালী, ডগড়া ও নানীয়া বিলের আওতায় ৫০ টি গ্রামের প্রায় ২০ হাজার কৃষকের প্রায় ২ হাজার একর ধানী জমি ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৬০০ অসহায় গরীব কৃষকের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
খবর পেয়ে নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ এলাকা ব্যাপক ভাবে পরিদর্শন শেষে কৃষকের অপূরনীয় ক্ষতি পূরনে সর্ব প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ সময় পোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসন খান পাঠানসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীগণ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেহেদী হাসান ও পোগলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।