নেত্রকোণার পূর্বধলায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপায় ফাইজা আক্তার ইমু (৬) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবের নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মহিষবের গ্রামের ইউনূছ আলীর মেয়ে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৩০৬১) তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়।