নেত্রকোণার কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন গতকাল রাত ১০ টা ২০ মিনিটে কলমাকান্দা নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’উন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পূত্র রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নেত্রকোণা-০১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা কলমাকান্দা স্টেডিয়াম মাঠে অনুষ্টিত হয়েছে এবং পারিপারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।