নেত্রকোনার কলমাকান্দায় বৃহস্পতিবার কলমাকান্দা সরকারি খাদ্য গুদামে ধান ও চাল
ক্রয় উদ্বোধন করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
এবছর ২৮১৬ মেট্রিক টন ধান ও ২০৪৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। কেজি প্রতি ধান ২৭ টাকা এবং প্রতি কেজি চাল ৪০ টাকা মূল্যে ক্রয় কার্যক্রম চলবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কৃষ্ণা মজুমদার, উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুদ্দিন আহমেদ প্রমুখ।