নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্ত এলাকা হতে রবিবার ১০টি মহিষ আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবি লেঙ্গুরা বিওবি বিজিবি টহল দল। আটককৃত মহিষের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
লেঙ্গুরা বিওপি’র সুবাদার মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ৬ সদস্যের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত পিলার নং ১১৬৯/১৪ হতে ১০০ গজ বাংলাদেশের ভিতরে চকলেটবাড়ী এলাকা হতে ভারতীয় মহিষগুলি আটক করে।
এ ব্যাপারে কোন চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি। নেত্রকোণা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নূর উদ্দিন মাকসুদ তথ্যটি নিশ্চিত করেছেন। ভারতীয় আটক মহিষগুলি নেত্রকোণা কাস্টমস অফিসে বুঝিয়ে দেয়া হয়েছে।