জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানিতে ডুবে আব্দুল হাকিম(২২) নামে এক বালু শ্রমিক মারা গেছেন। বুধবার সকালে ৩নং বালু মহালের ধানশিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাকিম ওই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, বালু শ্রমিক আব্দুল হাকিম সকাল ৭টার দিকে ড্রেজারের পাইপ স্থাপনের জন্য নদীর পানিতে ডুব দেন। এর অনেকক্ষণ পরও তিনি উঠে না আসায় অন্য শ্রমিকরা খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে পরে দমকল বাহিনীকে খবর দেন। প্রথমে স্থানীয় দমকল কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। তারা বিকাল আড়াইটার দিকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার করেন।
দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।