নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব – ১৭ ফুটবল টুর্নামেন্ট । শনিবার দুপুরে এ
খেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিরিশিরি ডনবস্কো কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল, উপজেলা চেয়ারম্যান
জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক
সুপারভাইজার মো. নাসির উদ্দিন, ওসি শাহনুর এ আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, প্রমুখ।
উদ্ধোধনী ম্যাচে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা সহ ৮টি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে। বিরিশিরি ও গাওকান্দিয়া ইউনিয়নের মধ্যে
উদ্বোধনী অনুষ্ঠিত খেলায় বিরিশিরি ইউনিয়ন জয় লাভ করে।