নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রানী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর উদ্যোগে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অদিদপ্তর মৎস্য ও প্রাণী মন্ত্রনালয়ের সহযোগিতায় দিন ব্যাপি প্রানী সম্পদ প্রদর্শনী শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা পরিচালনা করেন ভেটেরিনারী সার্জন ডা. ফারুক আহম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। এতে প্রধান অতিথি ও উদ্বোধন ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ¦ আব্দুল খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ওসি এটিএম মাহমুদুল হক, বড়খাপন ইউপি চেয়ারম্যান হাদিসুজ্জামান হাদিস, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার ও কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শিত হচ্ছে।