নেত্রকোণার পূর্বধলায় বজ্রপাতে নিহত আশামনি ও আহত সেলিনা আক্তারের পরিবারকে ২০ হাজার টাকা ও ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৭ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও মন্ত্রণালয়ের আর্থিক অনুদান হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ নগত অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান উমর ফারুক, যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল, ফেরদৌস আলম প্রমুখ।
উল্লেখ্য, ৪ জুন শুক্রবার বিকালে আম কুঁড়াতে গিয়ে আশামনি বজ্রপাতে মারা যায় ও সেলিনা আক্তার সময়ে একই স্থানীয় পুকুরে গোসল করার সময় গুরুতর আহত হয়।