নেত্রকোনার কলমাকান্দায় পল্লী ভবন মিলনায়তনে মঙ্গলবার সেবামূলক সংস্থা ‘পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট’ আনুষ্ঠানিকভাবে তাদের সকল দায়-দায়িত্ব তাদের কারিগরি সহায়তা প্রাপ্ত মেঘনা সোসাইটির নিকট হস্থান্তর করেছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা।
বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, যুব উন্নয়ন অফিসার আমিনুল হক সরকার, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ম্যানেজার সুকোমল জি মমিন, কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু, রূপান্তর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রফুল্ল কুমার হাজং, মেঘনা সোসাইটির সভানেত্রী মুন্তাহার বেগম, রামপুর কুবরিয়াকান্দা যুব উন্নয়ন সমিতির সভাপতি নজরুল ইসলাম, নারী নেত্রী রিনা হায়াৎ প্রমুখ।