নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া উচ্চ বিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট (বালিকা) জেলায় চ্যাম্পিয়ন হয়েছে লেংগুড়া উচ্চ বিদ্যালয়। পূর্বধলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলার পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রসাশনের পক্ষে বিজয়ী টিমকে সংবর্ধনা প্রদান ও অনিন্দন জানানো হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফ এম ওয়াজেদ আলী তালুকদার, ভিএস ফারুক আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান হাদিসুজ্জামান হাদিস, তাহেরা খাতুন, লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কার্যকরী কমিটির সদস্য কমল বনিক, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, সাংবাদিক পল্লব চক্রবর্তী ও ইসমাইল হোসেন সিরাজী উপস্থিত ছিলেন।