নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউনিয়ন কমিটি শনিবার গঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ, আব্দুল জব্বার, আব্দুল বারী চান মিয়া, মজিবুর রহমান লাল মিয়া, কফিল উদ্দিন মাষ্টার, আবুল হাসিম, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, উপজেলা কমান্ডের আহ্বায়ক আশ্রাফুল ইসলাস শামীম, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার প্রমুখ।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল ওয়াদুদ রতন ও আয়নল হককে সভাপতি ও সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমান্ড কমিটি গঠিত হয়।