নেত্রকোনার কলমাকান্দায় পল্লী ভবন মিলনায়তনে কেয়ার জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ এর উপজেলা পর্যায়ের প্রকল্পের পেইজ আউট ও হস্তান্তর কর্মশালা সোমবার (২১ জুন) সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষে আয়োজীত কর্মশালায় প্রকল্প কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল খালেক তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু।
বক্তব্য রাখেন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মঞ্জুর হোসেন, সু সেবা নেটওয়ার্কের শাহানা আক্তার, মাহমুদা আক্তার জুই, সাফিয়া আক্তার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাদিসুজ্জামান হাদিস, আব্দুল কুদ্দুস বাবুল ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ ফখরুল আলম খসরু। অনুষ্ঠানে কার্যক্রমের বিশেষ অবদানের জন্য সকলকে ক্রেষ্ট প্রদান করা হয়।