মঙ্গলবার , ২২ জুন ২০২১ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

মদনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
admin
জুন ২২, ২০২১ ২:৪১ অপরাহ্ণ

মোশাররফ হোসেন, মদন, নেত্রকোণা: নেত্রকোণা মদন উপজেলা কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামে সুমনের ছেলে তামিম(৩) এবং একই গ্রামের লালনের মেয়ে সামিয়া (৭) নামে খেলা করতে গিয়ে বাড়ির পাশের ডুবায় ডুবে ২ শিশুর মর্মািিন্তক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২শে জুন দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে মামাতো ভাই-বোন।

সামিয়ার দাদু নূরজাহান জানান, সামিয়া মঙ্গলবার ভোরে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে মা সামিয়াকে রেখে আমাদের বাড়িতে চলে আসে। ঐদিন দুপুরে তার খোঁজে সামিয়ার নানার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। সেখানে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ডুবায় সামিয়ার মৃত দেহের সাথে তামিমের লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল এ প্রতিনিধিকে জানান, বাঁশরী কান্দাপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মদন থান অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম জানান, বাঁশরী কান্দাপাড়া গ্রামে ২ শিশুর মৃত্যুর খবর পেয়ে এলাকায় পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মদন থানায় অপমৃত্যু মামলা হবে।

সর্বশেষ - খেলাধুলা