নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়ন পরিষদের সাবেক পরিত্যক্ত স্থাপনা ভেঙ্গে দিয়ে জোড় পূর্বক দখলে নেয়ার অভিযোগ করেছেন রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন। অবৈধ দখলকারী ও ভাংচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ইউএনও ও স্থানীয় থানাকে লিখিতভাবে অবহিত করেছেন।
ইউএনও মো. সোহেল রানা জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর স্থানীয় থানাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ওসি কলমাকান্দা থানা মো. আব্দুল আহাদ খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রংছাতি গ্রামের শাহীন পাঠান ও খুশিগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুছ মাষ্টারের নেতৃত্বে স্থাপনা ভাংচুর, ও দখল সম্পন্ন হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান ও গিয়াস উদ্দিন পাঠানের ভাতিজা আনিছুর রহমান পাঠান জানান, উক্ত ভূমি আমার চাচা গিয়াস উদ্দিন পাঠান পাকিস্তান আমলেই কাউন্সিল বরাবরে রেজিষ্ট্রী মূলে দান করে গেছেন।
উল্লেখ্য, উক্ত ভূমি জবরদখলকারীদের পিতা-গিয়াস উদ্দিন পাঠান দলিল নং-৪৭৪২, তারিখ-২৯-০৩-৬৩ ও দলিল নং-৪৭৪৩, তারিখ-২৯/০৩/১৯৬৩ ইং মূলে যথাক্রমে ০.৩২ শতাংশ ও ১ একর জায়গা বর্ণিত সাফ কাওলা দলিল মূলে ইউনিয়ন কাউন্সিল বরাবর দান করে যান।
এ ব্যাপারে ঘটনাস্থলে পৌঁছে দখলকারী শাহীন ও ইউনুছ মাষ্টারকে স্থাপনা ভাংচুর ও ভূমি দখলের অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা জানান, উক্ত ভূমি তাদের পৈত্রিক সম্পত্তি। বর্তমানে তাদের কাছে কোন কাগজ-পত্র নাই। তারা স্থাপনা ভাংচুর ও ভূমি জবর দখলের কথা স্বীকার করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।