কলমাকান্দায় পুলিশের অভিযানে ৩ জন ডিজিটাল জুয়াড়ি আটক
মো. ফখরুল আলম খসরু মো. ফখরুল আলম খসরু
কলমাকান্দা, নেত্রকোণা

নেত্রকোনার কলমাকান্দায় মঙ্গলবার কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খানের দিক নির্দেশনায় এসআই নজরুল ইসলামের নেতৃত্বে কলমাকান্দা থানা পুলিশের বিশেষ চৌকস টিম ডিজিটাল জুয়া পরিচালনাকারী ১. মোস্তফা মিয়া (২৭) পিতা- আবদুর রহমান সাং- ফুলবাড়ী ২. তাপস সাহা (২৭) পিতা- আরাধন সাহা ৩. রবিউল ইসলাম (২৮) পিতা- আবদুল মান্নান। লেংগুড়া বাজার তাদের ডিজিটাল জুয়া
পরিচালনাকালীন সময়ে পুলিশের বিশেষ কৌশল অবলম্বন করে গ্রেফতার করে তাদের কে বিকেলেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
ওসি আবদুল আহাদ খান জানান, সিমান্ত এলাকায় ডিজিটাল জুয়াড়িরা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষদের সর্বহারা করেছে। পুলিশ এ ব্যপারে জিরো টলারেন্সে ডিজিটাল জুয়াড়িদের পাকরাও অভিযান অব্যাহত রাখবে।