পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় গতকাল শুক্রবার (০২ জুলাই) বিকেলে হোগলা চৌরাস্তা এলাকায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অফিসার কর্তৃক লাঠির আঘাতে ব্যাটারি চালিত অটোরিকশা চালক জুয়েল মিয়া (২৮) আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতার রোষানলে পড়েন দায়িত্ব পালনকারী কর্মকর্তা কানু লাল চাকী।
জনতা উত্তেজিত হলে স্থানীয় সাংবাদিক মো. ওয়াসিম তাকে সেভ করে বাসায় নিয়ে গেলে অতিউৎসাহী কিছু লোক বাসায় ঘেরাও করে অফিসারকে আহত করে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
রিকশাচালক জুয়েল মিয়া ২৮ ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী বলেন, দায়িত্ব পালনকালে স্বাস্থ্যবিধি অমান্য করে
ব্যাটারি চালিত অটোরিকশায় ৪জন যাত্রী পরিবহন করলে চালকে নিষেধ করা হয় কিন্তু সে অমান্য করে পরে রিকশায় আঘাত করলে ভুলক্রমে চালকের গায়ে লাগে। আশ্রয় থাকা অবস্থায় অতিউৎসাহী কিছু লোক বাসায় ডুকে তাকে আহত করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার উম্মে কুলসুমকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।