২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় নেত্রকোনার কলমাকান্দায় ৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে পরিষদের হলরুমে এ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান, তাহেরা খাতুন, প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এই সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।
মো: ফকরুর আলম খসরু
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
মোবাইল-০১৭১২০১৪১৫৪
তারিখ- ০৭-০৭-২০২১ইং।