নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রোববার ভার্চুয়ালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আলোচনা শেষে ওই কার্যালয়ে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ ৬ ও ১ এনজিও কর্মীদের মধ্যে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন, মেটারনেল নিউনেটাল চাইল্ড স্টেইল ডেন নিং প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. রিয়াজ উদ্দিন, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা কোহিনুর আক্তার।
এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বেসরকারি সংস্থা ডাচকো ও সেইভ দ্যা চিল্ড্রেন ইনটারন্যাশনাল।