মোঃ মোশাররফ হোসেন, মদন (নেত্রকোণা): নেত্রকোণা জেলার মদন উপজেলায় আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মদন উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে।
সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার ম্যুরালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুষ্পতস্বক অর্পন করে। পুষ্প অর্পন শেষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে সালমা, সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস। উপজেলা সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, জেলা পরিষদের সদস্য আয়শা আক্তার, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ্ রয়েল, চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল আলম তালুকদার, মাঘান ইউপি চেয়ারম্যান জিএম শামছুল আলম চৌধুরী, খালিয়াজুরী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, কৃষি অফিসার হাবিবুর রহমান, মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, উপজেলা সকল অফিসার, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গনমাধ্যম কর্মীবৃন্দ।
আলোচনা সভার শেষে স্থানীয় ২৬ জন শিল্পীকে পুরষ্কার প্রদান করা হয়। এর মধ্যে ১০ জনকে নগদ ২৫০০ টাকা করে প্রতিজনকে দেওয়া হয়।