শনিবার , ২১ আগস্ট ২০২১ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

দুর্গাপুরে কলেজ শিক্ষার্থীর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন(২৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বড়ইউন্দ ছাত্র সংঘ। শনিনার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শত শত শিক্ষীর্থীদের উপস্থিতিতে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে শিক্ষার্থী আলমগীর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিহত শিক্ষার্থীর পিতা মকবুল হোসেন, শিক্ষার্থী নুরুজ্জামান, রুবেল মিয়া, মাসুদ মির্জা, শামীম খান, মনিরুজ্জামান, মোশারফ মির্জা, আলমগীর প্রমুখ।

এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য।

উল্লেখ্য, গত ২৪শে জুন বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন শিক্ষার্থী আনোয়ার হোসেন। এরপর নিহতের পিতা মকবুল হোসেন ১০ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। ঘটনার প্রায় ২ মাস পার হয়ে গেলেও অভিযুক্ত ২ জনকে ধরতে পারলেও বাকী অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ।

সর্বশেষ - খেলাধুলা