নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনডিপির জেলা কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও ইউএনও মোঃ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান, আফরোজা বেগম শিমু, ফারুক আহমেদ, এফএম ওয়াজেদ আলী, হাদিছুজ্জামান হাদিছ, ওবায়দুল হক, তাহেরা খাতুন, পবিত্র কুমার দাস, রাজ্জাক আহমেদ রাজু, ফখরুল আলম খসরু, আব্দুল কুদ্দুছ বাবুল, সিএম সাইফুল ইসলাম ও নওশীন আফরোজ প্রমুখ।