পূর্বধলা ফুটবল একাডেমি ঘরোয়া টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ অক্টোবর) বিকালে ঐতিহ্যবাহী পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা ফুটবল একাডেমি আয়োজনে এবং বীর মুক্তিযোদ্বা মরহুম আবদুল হাননান খান ফাউন্ডেশনের সৌজন্যে ফাইনাল ম্যাচে কংস ফাইটার্স ১-০ গোলে যমুনা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা যুবলীগ নেতা রাশেদ খান সুজন, পূর্বধলা ফুটবল একাডেমির পরিচালক শফিকুল ইসলাম সরকার। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ নূর বাবলু, রাজপাড়া স্পোটিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার আলী খান পাঠান রুবেল, সাধারন সম্পাদক আলমগীর বাশার সুমন, হেলাল উদ্দিন তালুকদার, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম খান, বিকাশ ঘোষ, পূর্বধলা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার, পূর্বধলা ফুটবল একাডেমির সহকারী পরিচালক রাজন সুত্রধর প্রমুখ।
খেলার ধারাভাষ্যকার ছিলেন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল। এ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও শত শত দর্শক দলে দলে এসে খেলা উপভোগ করেন।
খেলা শেষে ম্যান অব দ্য টুর্ণামেন্ট (সেরা খেলোয়াড়) রায়হান, ম্যান অব দ্য ম্যাচ মনোনিত হয় রাজা, খেলোয়ার ইকবাল, সেরা গোল দাতা সজীবকে পুরস্কৃত করা হয়েছে। এর সার্বিক সহযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, ও সেরা গোলদাতার পুরস্কার হিসাবে ক্রেষ্ট ,মেডেল উপহার দেয়া হয়।
খেলাটি প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, দীপক কুমার ভাদুড়ী, সহকারী রেফারী তরিকুল ইসলাম ও আপেল মাহমুদ এবং চতুর্থ রেফারি রিফাত আল নোমান। পরে উভয় দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেয়া হয়।
রানার্সআপ ও বিজয়ী দলের দলনায়ক ও কোচসহ অধিনায়কদের হাতে গোল্ডেনকাপ তুলে দেয়া হয়। একইসাথে আমন্ত্রিত অতিথিদের পূর্বধলা ফুটবল একাডেমির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।