মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিমবাজার এলাকায় কলমাকান্দা চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে মঙ্গলবার দুপুরে ওই হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের পরিচালক মো. ফুরকান উদ্দিন শেখ এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, আ’লীগ নেতা ইসলাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আতিকুল ইসলাম ও এজিএম আনিছুল হক প্রমুখ।