মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ বানিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. উপ-সম্পাদকীয়
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফিচার
  15. বিনোদন

মদন উপজেলায় ১৩টি মন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

প্রতিবেদক
admin
অক্টোবর ৫, ২০২১ ১:৩১ অপরাহ্ণ

মোঃ মোশাররফ হোসেন, মদন (নেত্রকোণা): নদীর তীরে সাদা কাশ ফুল আর সকালে শিশির ভেজা শিউলী ফুল বাংলার প্রকৃতির এই রূপেই জানান দিচ্ছে বাঙ্গালী হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসর শারদীয় দূর্গাপূজা আসন্ন।

করোনা দাবানলে পড়ে গত বছর থেকেই দূর্গাৎসবের ছন্দপতন ঘটেছে। এ বছর ও করোনার সংক্রমন রুখতে জুলাই থেকে সারা দেশে লক ডাউন শুরু হলে পূজার অনুমতি মিলবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন আয়োজকরা। লকডাইন শিথিল ও করোনার সংক্রমন কমতেই দূর্গাপূজার আয়েজনের প্রস্তুতি ছন্দে ফিরেছে। পূজার বাকী আর মাত্র কয়েক দিন ফলে এখন ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। কয়েকদিন পর প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচর।

জানা গেছে এ বছর উপজেলা ৮টি ইউনিয়নে ও ০১টি পৌরসভায় ১৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। এর মধ্যে ফতেপুর ইউনিয়নে ১টি,মাঘান ইউনিয়নে ২টি, কাইটাইল ইউনিয়নে ৩টি, মদন ইউনিয়নে ১টি, মদন পৌরসভায় ৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী, তিথিতে দূর্গাপূজা শুভারম্ভ ও ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনের দূর্গোৎসব। সরজমিনে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। শিল্পীদের শৈল্পিক ছোঁয়া তৈরি হচ্ছে এক একটি প্রতিমা।

পৌর সদরে শ্রী নাম মন্দিনে জাহাঙ্গীরপুর প্রতিমা তৈরি কাজ করেন সুদিন চক্রবর্তী। তিনি জানান একটি প্রতিমা তৈরীতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। পূজার বাকী মাত্র আর কয়েক দিন। এই সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ করতে হবে তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছি। এখন দম ফেলার সময় নেই। সময়ের সাথে জীবন যাত্রার ব্যয় বাড়লেও সেই অনুযায়ী প্রতিমা তৈরির মজুরী বাড়েনি। তার পরেও পৈত্রিক পেশা টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন বলে তিনি জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার পাল এ প্রতিনিধিকে বলেন গত বছর এ উপজেলা ১৩টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছরও ১৩টি পূজা মন্ডপে দূর্গাপূজার আয়োজন চলছে। করোনার কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। আসন্ন দূর্গোৎসব নির্বিঘ্নে আয়োজন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্রাস পেয়েছি।

সর্বশেষ - সারাদেশ