নেত্রকোনার কলমাকান্দায় জগন্নাথ জিউর আখড়ায় সোমবার শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার অনুদানের চেক ও সাংসদের পক্ষে ব্যক্তি পর্যায়ে অনুদানের চেক বিতরণ করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কলমাকান্দার ৫৮টি পূজা মন্ডপে উল্লেখিত অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সম্পাদক সুজন সাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, ওসি আব্দুল আহাদ খান, যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ, তাহেরা খাতুন ও সুভাষ চন্দ্র সাহা।