ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্ববানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আজিজুর রহমান খান তামিমের পক্ষে বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন তার প্রতিনিধি দল।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল কবির রাসেল, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান খান, নুরুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা নুরুল হুদা, নজরুল ইসলাম, মোঃ আলী আজগর, মোঃ জুয়েল মিয়া, মোঃ রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন হৃদয়, রেদুয়ান আবির, ফয়সাল মন্ডল প্রমুখ।