নেত্রকোণার পূর্বধলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলায় বাজিতে হেরে গিয়ে মো. রাব্বি (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২৪ অক্টোবর) রাতে আনুমানিক ২.৩০মিনিটে পূর্বধলা সরকারি কলেজ সংলগ্ন নিজ ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পূর্বধলা সদরের মো. খসরু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশ-শ্রীলংকা ও ভারত-পাকিস্তান খেলায় বাজিতে মোটা অংকের টাকা হেরে যায়। বাজিতে হেরে মনোকষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সোমবার সকালে রাব্বির লাশ বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরিবার ও স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।