নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে কলেজ মোড়ে বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদের সভাপতিত্বে যুবদলের যুগ্ন আহ্বায়ক ইসতিয়াকুর রহমান বাবুর সঞ্চালনায় আলেচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদকার, বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, বিএনপির সিনিয়র নেতা আব্দুর রহিম, বিএনপির নেতা এমএ মান্নান, যুবদলের যুগ্ন আহ্বায়ক এম এ খোকন আকন্দ, শাকিল হায়াত খান বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান মানার, ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহম্মেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, যুবদলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
বক্তারা বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গসংগঠনকে নিশ্চিন্ন করতে বর্তমান সরকার যে ষড়যন্ত্র করছে যুবদল থাকতে তা কোন দিন সফল হবে না। গণআন্দোলনের মাধ্যমে যে কোন মূল্যে দেশ নেত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি করতে হবে। স্বৈরাচার সরকার পতন ঘটাতে সবাইকে রাজপথে নামতে হবে।