মোঃ মোশাররফ হোসেন মদন (নেত্রকোনা): “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টিত হয়েছে।
শনিবার (৩০অক্টোবর) মদন থানার পুলিশের আয়োজনে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
মদন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম হান্নান এর সভাপতিত্বে তিয়শ্রী ইউপি বিট কর্মকর্তা এস আই আশরাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, এস আই হাবিবুর রহমান, এস আই মোশারফ হোসেন সাংবাদিক কে এইচ এম নূরুল আলম কামাল প্রমূখ।
এ ছাড়া সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জনগণ সচেতন হয়ে তথ্য দিলে পুলিশ অপরাধ নির্মূল করতে বাধ্য। সমাজ থেকে ইভটিজিং, মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।