নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্দোগে জাতীয় যুব দিবস, আলোচনা সভা ও বিশাল র্যালি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
উপজেলা পল্লী ভবন মিলনায়তনে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মানিক সরকার ও আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। নেত্রকোণা-১ আসনের সাংসদ মানু মজুমদার সেলফোনের মাধ্যমে বক্তব্য রাখেন।
এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান, ও ভেটেনারি সার্জন ডাঃ ফারুখ আহম্মেদ। অনুষ্ঠানে যুবক যুবতীদের বিভিন্ন প্রকল্পের চেক প্রদান করা হয়। আলোচনা সভার পর বিশাল র্যালি কলমাকান্দা সদর রাস্তা প্রদক্ষিন করে।