“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগসহ সমবায়ীদের যৌথ উদ্যোগে আজ শনিবার (৬ নভেম্বর) সমবায়ীদের নিবন্ধন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, সম্মাননা স্মারক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বক্তব্যে রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা, রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।