নেত্রকোনার পূর্বধলায় শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নবনির্মিত আবাসন ভবন ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান এ ভবনের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে নির্মিত এই ভবন উপজেলা সদরের আনসার ভিডিপি অফিসে’র সাথে মনোরম পরিবেশে করা হয়েছে। পিসি, বাথরুম, রান্নার সুবিধাসহ এই ভবন নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম, কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ সারোয়ার হোসাইন, সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহাম্মদ নিজামউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোঃ সারোয়ার আল মাহমুদ, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মালেক, আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খাতুন প্রমুখ।